কালি লিনাক্স

রাজীব চৌধুরী 2 ৭:১৮ PM
কালি লিনাক্স হচ্ছে ডেবিয়ান হতে উদ্ভূত একটি ডিস্ট্রিবিউশান যেটি মূলত ডিজিটাল ফরেনসিক এবং পেনিট্রেশান টেস্টিং এর জন্য বানানো হয়েছে। অফেনসিভ সিকিউরিটি লিমিটেড (Offensive Security Ltd) নামক কোম্পানি এটি তৈরি করেছে। এটাতে তিন’শর ও বেশি পেনিট্রেশান টেস্টিং সফটওয়্যার প্রিইন্সটলড অবস্থায় পাওয়া যায়। কালি লিনাক্সের পূর্বে ব্যাকট্র্যাক (Backtrack) নামের একটি ডিস্ট্রো ছিল যেটা বানিয়েছিলেন Mati Aharoni Devon Kearns। পরে তাদের সাথে ডেবিয়ান এক্সপার্ট Rahpael Hertzog যোগ দিলে তারা তিনজনে মিলে ব্যাকট্র্যাক প্রজেক্ট বন্ধ করে নতুনভাবে কালি লিনাক্স তৈরি করেন এবং অফেনসিভ সিকিউরিটি নামের কোম্পানি গঠন করেন। সহজ ভাষায় কালি লিনাক্স সম্পর্কে বলতে গেলে এটি হ্যাকিং এর জন্য বিশেষভাবে তৈরি করা একটি ডিস্ট্রো এবং এই গ্রহের অধিকাংশ হ্যাকার বর্তমানে এই কালি লিনাক্সই ব্যবহার করছে।


 বিস্তারিত জানতে ভিজিট করুনঃ www.kali.org

Related Posts

লিনাক্স ডিস্ট্রো 2022765463330781123

2 মন্তব্য(গুলি)

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

SEARCH

মৌলিক লিনাক্স

মৌলিক লিনাক্স
লিনাক্স বিষয়ক পূর্ণাঙ্গ গাইড ডাউনলোড করুন

জনপ্রিয় পোস্টগুলো