আর্চ লিনাক্স

রাজীব চৌধুরী 1 ৮:০২ PM
এটা হচ্ছে অভিজ্ঞ লিনাক্স ব্যবহারকারীদের ডিস্ট্রো। এটা ডেবিয়ান, উবুন্টু বা অন্য কোন ডিস্ট্রোর ভিত্তিতে বানানো হয় নি। এটা সম্পূর্ণ স্বাধীন একটি ডিস্ট্রো। এটার রয়েছে নিজস্ব কমিউনিটি এবং সফটওয়্যার রিপোজিটরি। এটা একটা রোলিং রিলীজ তাই সবসময় আপডেটেড থাকে। এটার Pacman প্যাকেজ ম্যানেজার অন্যান্য ডিস্ট্রোর প্যাকেজ ম্যানেজারগুলোর চাইতে অনেক ফাস্ট। তবে এটা চালাতে গেলে শুরু থেকেই আপনাকে যোগ্যতার প্রমাণ দিতে হবে। কারণ এটা ইন্সটল করার পর আপনি শুধু একটা টার্মিনাল পাবেন আর কিছু থাকবে না। সেই টার্মিনালে কমান্ড দিয়েই আপনাকে নিজের অপারেটিং সিস্টেমের জন্য যা যা চান সেসব ম্যানুয়ালী ইন্সটল করে নিতে হবে। ডেস্কটপ এনভায়রনমেন্ট থেকে শুরু করে প্রতিটি সফটওয়্যার কম্পোনেন্ট নিজে ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে। নিজের পছন্দমত সফটওয়্যার দিয়ে নিজের অপারেটিং সিস্টেম সাজিয়ে নিতে পারবেন। তবে এর জন্য লিনাক্স ব্যবহারের ব্যাপক অভিজ্ঞতা থাকতে হবে। এটা লিনাক্স এক্সপার্টদের পছন্দের ডিস্ট্রো। 


বিস্তারিত জানতে ভিজিট করুনঃ www.archlinux.org
তবে আর্চ লিনাক্স এর ভিত্তিতে বানানো কয়েকটি ডিস্ট্রো আছে যেগুলোতে ডেস্কটপ এনভায়রনমেন্ট বিল্ট ইন থাকে অথবা ইন্সটলের সময় পছন্দ করে নেওয়ার সুযোগ থাকে। এমন কয়েকটি ডিস্ট্রো হচ্ছে Manjaro Linux, Anterg Os, Apricity Os, Archbang ইত্যাদি।
 

রেডহ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স

রাজীব চৌধুরী Reply ৭:৩১ PM
রেডহ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স (RED HAT ENTERPRISE LINUX – RHEL) হচ্ছে রেডহ্যাট কর্পোরেশনের তৈরি একটি জনপ্রিয় বাণিজ্যিক ডিস্ট্রো। বিভিন্ন ধরনের প্রসেসর আর্কিটেকচারের জন্য এই ডিস্ট্রোর সার্ভার ও ওয়ার্কস্টেশান ভার্সন পাওয়া যায়। এটা সবচাইতে নির্ভরযোগ্য এবং স্ট্যাবল একটি ডিস্ট্রো। রেডহ্যাট তাদের ফ্রি ডিস্ট্রো ফেডোরা নিয়ে গবেষণা করে, সেটাতে নতুন সফটওয়্যার প্যাকেজ তৈরি করে এবং পরতর্তীতে সেটা স্ট্যাবল হলে তা রেডহ্যাট এন্টারপ্রাইজ লিনাক্সে যুক্ত করে। ফেডোরার জন্য রেডহ্যাট কোন হেল্প সাপোর্ট না দিলেও রেডহ্যাট এন্টারপ্রাইজ লিনাক্সের জন্য সব ধরনের সাপোর্ট দিয়ে থাকে। তাই এটা প্রাতিষ্ঠানিক ব্যবহারকারীদের প্রথম পছন্দ।


বিস্তারিত জানতে ভিজিট করুনঃ www.redhat.com/en

কালি লিনাক্স

রাজীব চৌধুরী 2 ৭:১৮ PM
কালি লিনাক্স হচ্ছে ডেবিয়ান হতে উদ্ভূত একটি ডিস্ট্রিবিউশান যেটি মূলত ডিজিটাল ফরেনসিক এবং পেনিট্রেশান টেস্টিং এর জন্য বানানো হয়েছে। অফেনসিভ সিকিউরিটি লিমিটেড (Offensive Security Ltd) নামক কোম্পানি এটি তৈরি করেছে। এটাতে তিন’শর ও বেশি পেনিট্রেশান টেস্টিং সফটওয়্যার প্রিইন্সটলড অবস্থায় পাওয়া যায়। কালি লিনাক্সের পূর্বে ব্যাকট্র্যাক (Backtrack) নামের একটি ডিস্ট্রো ছিল যেটা বানিয়েছিলেন Mati Aharoni Devon Kearns। পরে তাদের সাথে ডেবিয়ান এক্সপার্ট Rahpael Hertzog যোগ দিলে তারা তিনজনে মিলে ব্যাকট্র্যাক প্রজেক্ট বন্ধ করে নতুনভাবে কালি লিনাক্স তৈরি করেন এবং অফেনসিভ সিকিউরিটি নামের কোম্পানি গঠন করেন। সহজ ভাষায় কালি লিনাক্স সম্পর্কে বলতে গেলে এটি হ্যাকিং এর জন্য বিশেষভাবে তৈরি করা একটি ডিস্ট্রো এবং এই গ্রহের অধিকাংশ হ্যাকার বর্তমানে এই কালি লিনাক্সই ব্যবহার করছে।


 বিস্তারিত জানতে ভিজিট করুনঃ www.kali.org

এলিমেন্টারি ওএস

রাজীব চৌধুরী Reply ৭:১০ PM
উবুন্টুর উপর ভিত্তি করে বানানো সব চাইতে সুন্দর দেখতে কয়েকটি ডিস্ট্রোর মধ্যে অন্যতম হচ্ছে Elementary OS। এতে এলিমেন্টারি ওএস এর ডেভেলপাররা Pantheon নামের নতুন ধরনের ডেস্কটপ এনভায়রনমেন্ট ব্যবহার করেছেন। OS X এর সাথে সাদৃশ্য রেখে এর ডিজাইন করা হয়েছে। উবুন্টুর ভিত্তিতে বানানো বলে এতে উবুন্টুর প্যাকেজ ম্যানেজার ও সফটওয়্যার সেন্টার ব্যবহৃত হয়েছে। এটাতে উবুন্টুর যাবতীয় সুবিধা পাওয়া যাবে। তাই যাদের উবুন্টুর Unity ডেস্কটপ এনভায়রনমেন্ট পছন্দ নয় তারা এটা ব্যবহার করতে পারে।


বিস্তারিত জানতে ভিজিট করুনঃ www.elementary.io

পিসি লিনাক্স

রাজীব চৌধুরী Reply ৭:০৬ PM
ব্যবহারকারীদের সহজ সরল লিনাক্স উপহার দেওয়ার জন্য ভিন্ন ধর্মী একটি লিনাক্স ডিস্ট্রিবিউশান হচ্ছে PC Linux OS। ভিন্ন ধর্মী হওয়ার কারণ এটি বানিয়েছেন বিল রেনোল্ডস নামের একজন ডেভেলপার। রেনোল্ডস ম্যানড্রিভা লিনাক্স প্রজেক্টের জন্য RPM প্যাকেজ ডেভেলপ করতেন। তার RPM প্যাকেজগুলো Texstar নামে পরিচিত ছিল। একটি সাক্ষাতকারে রেনোল্ডস বলেন প্যাকেজ ডেভেলপারদের অহংবোধ, ঔদ্ধত্ব ও রাজনৈতিক মনোভাব থেকে বের হয়ে আসার জন্য তিনি পিসি লিনাক্স সৃষ্টি করেন যেখানে তিনি নিজের ইচ্ছামত প্যাকেজগুলোকে রূপ দিতে পারবেন। তার এই পিসি লিনাক্স KDE এবং MATE ডেস্কটপ এনভায়রনমেন্টে পাওয়া যায়। পিসি লিনাক্স একটি রোলিং রিলীজ তাই এটা সর্বদা আপডেটেড। সব লিনাক্স ডিস্ট্রোর মত এটাও খুবই নিরাপদ। রেনোল্ডস বলে ভাইরাস, এডওয়্যার, ম্যালওয়্যর, ট্রোজান ইত্যাদি সমস্যা থেকে মুক্তি চাইলে পিসি লিনাক্স ব্যবহার করুন। এটাতে RPM প্যাকেজ ম্যানেজার ব্যবহার করা হয়েছে। এটা মূলত ডেস্কটপের জন্য বানানো হয়েছে। রেনোল্ডসের সাথে অনেক ডেভেলপার যুক্ত হয়ে এখন এটার কমিউনিটি ভার্সনও রিলীজ করছে।


বিস্তারিত জানতে ভিজিট করুনঃ www.pclinuxos.com

ওপেন সুসে

রাজীব চৌধুরী 1 ৭:০৩ PM
ওপেন সুসে হচ্ছে জার্মানির SUSE LINUX কোম্পানির তৈরি জনপ্রিয় একটি লিনাক্স ডিস্ট্রো। এটাতে RPM প্যাকেজ ম্যানেজার ব্যবহৃত হয়। এটাতে ডেস্কটপ এনভায়রনমেন্ট হচ্ছে KDE Plasma। মূলত পাওয়ার ইউজার, সিস্টেম এডমিনিস্ট্রেটর, ডেভেলপার, ব্যবসায়িক প্রতিষ্ঠানকে টার্গেট করে এটা বানানো হলেও এটার ওয়ার্কস্টেশন (ডেস্কটপ) এর জন্যেও ভার্সন আছে। এটা এমনভাবে বানানো যাতে নতুন ব্যবহারকারী থেকে শুরু করে টেকনোলজি এক্সপার্ট সবার পছন্দ হয়।


বিস্তারিত জানতে ভিজিট করুনঃ www.opensuse.org

সেন্ট ওএস

রাজীব চৌধুরী 1 ৬:৫৭ PM
সেন্ট ওএস হচ্ছে একটি কমিউনিটি নির্ভর ডিস্ট্রো যেটাকে রেডহ্যাট এন্টারপ্রাইজ লিনাক্সের (Red Hat Enterprise Linux - RHEL) ক্লোন বলা যায়। মূলত রেড হ্যাটের ডেভেলপাররা বিনামূল্যে রেডহ্যাট এন্টারপ্রাইজ লিনাক্সের সমকক্ষ একটি ওএস তৈরির লক্ষ্যে রেডহ্যাটের সোর্স কোড ব্যবহার করেই সেন্ট ওএস তৈরি করে। পরবর্তীতে রেডহ্যাটও এই সেন্ট ওএস কে সাপোর্ট করা শুরু করে। এটাতে RPM প্যাকেজ ম্যানেজার ব্যবহার করা হয়। এটার ডিফল্ট ডেস্কটপ হচ্ছে GNOME বা KDE Plasma। ব্যবহারকারী যেটা চায় সেটাই ব্যবহার করতে পারবে।


বিস্তারিত জানতে ভিজিট করুনঃ www.centos.org

ফেডোরা

রাজীব চৌধুরী Reply ৬:৫০ PM
ফেডোরা হচ্ছে একটা কমিউনিটি নির্ভর ডিস্ট্রো যেখানে রেডহ্যাট সরাসরি স্পন্সর করে। রেডহ্যাটের ডেভেলপাররাই হচ্ছে ফেডোরার ডেভেলপার। ফেডোরাতে RPM প্যাকেজ ম্যানেজার ব্যবহৃত হয়। ডিফল্ট ভাবে GNOME ডেস্কটপ এনভায়রনমেন্ট দেওয়া থাকলেও KDE, LXDE, XFCE Cinnamon এসব DE তেও পাওয়া যায়। ওয়ার্কস্টেশন (ডেস্কটপ), সার্ভার ও ক্লাউড তিনটির জন্যই ফেডোরা তৈরি করা হয়। ফেডোরা হচ্ছে রেডহ্যাটের ল্যাবরেটরি। রেডহ্যাটে নতুন কোন প্যাকেজ যোগ করার আগে ফেডোরাতে টেস্ট করা হয়। এরপর ফেডোরার ব্যবহারকারীদের থেকে ভাল ফিডব্যক পাওয়া গেলে সেটা রেডহ্যাটের পরবর্তী ভার্সনে যুক্ত করা হয়।


বিস্তারিত জানতে ভিজিট করুনঃ www.getfedora.org

লিনাক্স মিন্ট

রাজীব চৌধুরী 1 ৬:২৬ PM
লিনাক্স মিন্ট হচ্ছে অত্যন্ত জনপ্রিয় একটি কমিউনিটি নির্ভর ডিস্ট্রো। এটা ডেবিয়ান এবং উবুন্টুর উপর ভিত্তি করে বানানো হয়েছে। এটা Cinnamon, MATE, XFCE এবং KDE চারটা ডেস্কটপ এনভায়রনমেন্টে পাওয়া যায়। যেহেতু ডেবিয়ান এবং উবুন্টুর ভিত্তিতে তৈরি তাই Stability, সিকিউরিটি ইত্যাদি বিষয়ে চিন্তা করারও দরকার নেই। এটাতে ডেবিয়ানের Dpkg প্যাকেজ ম্যানেজার ব্যবহার করা হয়। এটা ইন্সটল করলেই সব প্রয়োজনীয় মিডিয়া কোডেক অটো ইন্সটল হয়ে যায়। আলাদা করে ইন্সটলের প্রয়োজন হয় না। এটার সহজ সরল ইউজার ইন্টারফেসের জন্য এটা নতুন লিনাক্স ব্যবহারকারীদের সবচাইতে পছন্দের ডিস্ট্রো।  


লিনাক্স মিন্ট সম্পর্কে আরো জানতে ভিজিট করুনঃ www.linuxmint.com
Blogger দ্বারা পরিচালিত.

SEARCH

মৌলিক লিনাক্স

মৌলিক লিনাক্স
লিনাক্স বিষয়ক পূর্ণাঙ্গ গাইড ডাউনলোড করুন

জনপ্রিয় পোস্টগুলো