লিনাক্স মিন্ট
লিনাক্স
মিন্ট হচ্ছে অত্যন্ত জনপ্রিয়
একটি কমিউনিটি নির্ভর ডিস্ট্রো।
এটা ডেবিয়ান এবং উবুন্টুর
উপর ভিত্তি করে বানানো হয়েছে।
এটা Cinnamon,
MATE, XFCE এবং
KDE
চারটা
ডেস্কটপ এনভায়রনমেন্টে পাওয়া
যায়। যেহেতু ডেবিয়ান এবং
উবুন্টুর ভিত্তিতে তৈরি তাই
Stability,
সিকিউরিটি
ইত্যাদি বিষয়ে চিন্তা করারও
দরকার নেই। এটাতে ডেবিয়ানের
Dpkg
প্যাকেজ
ম্যানেজার ব্যবহার করা হয়।
এটা ইন্সটল করলেই সব প্রয়োজনীয়
মিডিয়া কোডেক অটো ইন্সটল হয়ে
যায়। আলাদা করে ইন্সটলের
প্রয়োজন হয় না। এটার সহজ সরল
ইউজার ইন্টারফেসের জন্য এটা
নতুন লিনাক্স ব্যবহারকারীদের
সবচাইতে পছন্দের ডিস্ট্রো।
লিনাক্স মিন্ট সম্পর্কে আরো জানতে ভিজিট করুনঃ www.linuxmint.com
1 মন্তব্য(গুলি)
সিনামন ইন্সটলে পার্টিশন কিভাবে করতে হয়?
একটি মন্তব্য পোস্ট করুন