পিসি লিনাক্স
ব্যবহারকারীদের
সহজ সরল লিনাক্স উপহার দেওয়ার
জন্য ভিন্ন ধর্মী একটি লিনাক্স
ডিস্ট্রিবিউশান হচ্ছে PC
Linux OS।
ভিন্ন ধর্মী হওয়ার কারণ এটি
বানিয়েছেন বিল রেনোল্ডস নামের
একজন ডেভেলপার। রেনোল্ডস
ম্যানড্রিভা লিনাক্স প্রজেক্টের
জন্য RPM
প্যাকেজ
ডেভেলপ করতেন। তার RPM
প্যাকেজগুলো
Texstar
নামে
পরিচিত ছিল। একটি সাক্ষাতকারে
রেনোল্ডস বলেন প্যাকেজ
ডেভেলপারদের অহংবোধ,
ঔদ্ধত্ব
ও রাজনৈতিক মনোভাব থেকে বের
হয়ে আসার জন্য তিনি পিসি লিনাক্স
সৃষ্টি করেন যেখানে তিনি নিজের
ইচ্ছামত প্যাকেজগুলোকে রূপ
দিতে পারবেন। তার এই পিসি
লিনাক্স KDE
এবং
MATE
ডেস্কটপ
এনভায়রনমেন্টে পাওয়া যায়।
পিসি লিনাক্স একটি রোলিং রিলীজ
তাই এটা সর্বদা আপডেটেড। সব
লিনাক্স ডিস্ট্রোর মত এটাও
খুবই নিরাপদ। রেনোল্ডস বলে
ভাইরাস,
এডওয়্যার,
ম্যালওয়্যর,
ট্রোজান
ইত্যাদি সমস্যা থেকে মুক্তি
চাইলে পিসি লিনাক্স ব্যবহার
করুন। এটাতে RPM
প্যাকেজ
ম্যানেজার ব্যবহার করা হয়েছে।
এটা মূলত ডেস্কটপের জন্য
বানানো হয়েছে। রেনোল্ডসের
সাথে অনেক ডেভেলপার যুক্ত
হয়ে এখন এটার কমিউনিটি ভার্সনও
রিলীজ করছে।
বিস্তারিত জানতে ভিজিট করুনঃ www.pclinuxos.com
একটি মন্তব্য পোস্ট করুন