আর্চ লিনাক্স
এটা
হচ্ছে অভিজ্ঞ লিনাক্স
ব্যবহারকারীদের ডিস্ট্রো।
এটা ডেবিয়ান,
উবুন্টু
বা অন্য কোন ডিস্ট্রোর ভিত্তিতে
বানানো হয় নি। এটা সম্পূর্ণ
স্বাধীন একটি ডিস্ট্রো। এটার
রয়েছে নিজস্ব কমিউনিটি এবং
সফটওয়্যার রিপোজিটরি। এটা
একটা রোলিং রিলীজ তাই সবসময়
আপডেটেড থাকে। এটার Pacman
প্যাকেজ
ম্যানেজার অন্যান্য ডিস্ট্রোর
প্যাকেজ ম্যানেজারগুলোর
চাইতে অনেক ফাস্ট। তবে এটা
চালাতে গেলে শুরু থেকেই আপনাকে
যোগ্যতার প্রমাণ দিতে হবে।
কারণ এটা ইন্সটল করার পর আপনি
শুধু একটা টার্মিনাল পাবেন
আর কিছু থাকবে না। সেই টার্মিনালে
কমান্ড দিয়েই আপনাকে নিজের
অপারেটিং সিস্টেমের জন্য যা
যা চান সেসব ম্যানুয়ালী ইন্সটল
করে নিতে হবে। ডেস্কটপ
এনভায়রনমেন্ট থেকে শুরু করে
প্রতিটি সফটওয়্যার কম্পোনেন্ট
নিজে ডাউনলোড করে ইন্সটল
করে নিতে হবে। নিজের পছন্দমত
সফটওয়্যার দিয়ে নিজের অপারেটিং
সিস্টেম সাজিয়ে নিতে পারবেন।
তবে এর জন্য লিনাক্স ব্যবহারের
ব্যাপক অভিজ্ঞতা থাকতে হবে।
এটা লিনাক্স এক্সপার্টদের
পছন্দের ডিস্ট্রো।
বিস্তারিত জানতে ভিজিট করুনঃ www.archlinux.org
1 মন্তব্য(গুলি)
*.*
একটি মন্তব্য পোস্ট করুন