ফেডোরা
ফেডোরা হচ্ছে একটা কমিউনিটি নির্ভর ডিস্ট্রো যেখানে রেডহ্যাট সরাসরি স্পন্সর করে। রেডহ্যাটের ডেভেলপাররাই হচ্ছে ফেডোরার ডেভেলপার। ফেডোরাতে RPM প্যাকেজ ম্যানেজার ব্যবহৃত হয়। ডিফল্ট ভাবে GNOME ডেস্কটপ এনভায়রনমেন্ট দেওয়া থাকলেও KDE, LXDE, XFCE ও Cinnamon এসব DE তেও পাওয়া যায়। ওয়ার্কস্টেশন (ডেস্কটপ), সার্ভার ও ক্লাউড তিনটির জন্যই ফেডোরা তৈরি করা হয়। ফেডোরা হচ্ছে রেডহ্যাটের ল্যাবরেটরি। রেডহ্যাটে নতুন কোন প্যাকেজ যোগ করার আগে ফেডোরাতে টেস্ট করা হয়। এরপর ফেডোরার ব্যবহারকারীদের থেকে ভাল ফিডব্যক পাওয়া গেলে সেটা রেডহ্যাটের পরবর্তী ভার্সনে যুক্ত করা হয়।
বিস্তারিত জানতে ভিজিট করুনঃ www.getfedora.org
একটি মন্তব্য পোস্ট করুন